শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশের প্রায় ছয় কোটি শ্রমিকের কোনো আইনি সুরক্ষা ও মজুরির মানদণ্ড নেই। অপ্রাতিষ্ঠানিক খাতের এসব শ্রমিকের নেই সামাজিক নিরাপত্তাও।’
গতকাল ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে ‘শ্রমিকের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকারসংক্রান্ত সংস্কার উদ্যোগ: অন্তর্বর্তী সরকারের জন্য প্রস্তাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) মহাসচিব ফারুক আহমেদ, শ্রম সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ শ্রমিক সংহতির সভাপতি মিজ তাসলিমা আক্তার লিমা এবং ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মিজ নুজহাত জাবিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তামিম আহমেদ।
এ সময় সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের কর্মরত শ্রমিকদের ৮৫ শতাংশই অপ্রাতিষ্ঠানিক খাতের। সব মিলিয়ে প্রায় সাড়ে আট কোটি শ্রমিকের বঞ্চনা ও বৈষম্য দূর করার জন্য প্রত্যাশার অনেক চাপ রয়েছে। মাত্র তিন মাসে এত কাজ করতে হবে জানলে আগে এ দায়িত্ব নিতাম না। কারণ শ্রমিকদের কোন অংশের স্বার্থ বাদ পড়ে যায় তা নিয়ে সংশয় রয়েছে। তাছাড়া তথ্য-উপাত্তের যথেষ্ট ঘাটতি রয়েছে।’
সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, ‘প্রতিবেদন দেয়ার পরও যাতে কমিশনের কার্যক্রম কিছুদিন অব্যাহত থাকে সেটা আমাদের অনুরোধ থাকবে, যাতে তারা কমিশনের সুপারিশ বাস্তবায়নে তাদের নজরদারি রাখতে পারে।’