হত্যা মামলায় সাবেক এমপি রহিম উল্লাহ গ্রেফতার

হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. রহিম উল্লাহকে (৬৬) গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতারের কথা জানায় র‍্যাব।

হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. রহিম উল্লাহকে (৬৬) গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতারের কথা জানায় র‍্যাব।

পুলিশ জানায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনী শহরের পুরানো কারাগারের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টমটম চালক জাফর আহমদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। নিহতের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর। এ ঘটনায় তার স্ত্রী আছিয়া বেগম বাদী হয় ৫ সেপ্টেম্বর ২০৫ জনের নাম উল্লেখ করে ফেনী সদর থানায় একটি মামলা করেন। মামলায় আরো ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় রহিম উল্লাহকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া এ মামলার প্রধান আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ২০৫ জনের নাম উল্লেখ রয়েছে।

রÅাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-২ সদর কোম্পানি বিশেষ অভিযান চালিয়ে জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাহকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘সাবেক সংসদ সদস্য হাজী মো. রহিম উল্লাহকে গ্রেফতারের খবর শুনেছি। তবে এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়নি।’

রহিম উল্লাহ ২১ বছর সৌদি আরবের জেদ্দায় প্রবাসী ছিলেন। তিনি আওয়ামী লীগের সৌদি আরবের জেদ্দা শাখার সভাপতি ছিলেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি। নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে মতানৈক্য ও মামলা হামলার ঘটনায় বেশ আলোচিত ও সমালোচিত হয়েছিলেন রহিম উল্লাহ।

আরও