আলোচনা সভায় বক্তারা

ভেজাল খাদ্য গ্রহণে রোগে আক্রান্ত হচ্ছে মানুষ

ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, ‘সাতক্ষীরায় দুধে ভেজাল, মাছে ভেজাল, মধুতে

ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, ‘সাতক্ষীরায় দুধে ভেজাল, মাছে ভেজাল, মধুতে ভেজাল, পানিতে বিষ, পাকা কলাতেও বিষ। একদিকে পণ্যে ভেজাল, অন্যদিকে তা চড়া দামে বিক্রি হচ্ছে। এসব ভেজাল খাদ্য গ্রহণে কিডনি, হার্ট ও পাকস্থলী ক্ষতিগ্রস্তসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে মানুষের চিকিৎসা ব্যয়ও বাড়ছে। অনেকে শেষ হয়ে যাচ্ছে চিকিৎসা ব্যয় মেটাতে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান, নিরাপদ খাদ্য অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক, কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ, এনডিসি সজীব হোসেন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট শাহনাজ পারভীন মিলি, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনূর ইসলাম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, গোলাম সরোয়ার প্রমুখ।

আরও