নির্বাচনী সামগ্রী কেনাকাটার প্রক্রিয়া শুরু করেছে ইসি, সময় লাগবে ৩ থেকে ৪ মাস

ইসি সচিব বলেন, নির্বাচন প্রস্তুতি যাতে পিছিয়ে না পড়ে, সেজন্য কাজগুলো গুছিয়ে রাখা হচ্ছে। মূলত কাগজ সংগ্রহ থেকে শুরু করে মুদ্রণ পর্যন্ত কত সময় লাগে, তা নিয়ে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, এ পুরো প্রক্রিয়ায় তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাগজ কেনা ও মুদ্রণের কাজ শুরু করার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

ইসি সচিব বলেন, নির্বাচন প্রস্তুতি যাতে পিছিয়ে না পড়ে, সেজন্য কাজগুলো গুছিয়ে রাখা হচ্ছে। মূলত কাগজ সংগ্রহ থেকে শুরু করে মুদ্রণ পর্যন্ত কত সময় লাগে, তা নিয়ে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, এ পুরো প্রক্রিয়ায় তিন থেকে চার মাস সময় লাগতে পারে। নির্বাচনের তারিখ বা তফসিল ঘোষণার পর যেন এই বিষয়ে প্রস্তুতি থাকে, সে লক্ষ্যেই এখন থেকে কাজ শুরু করা হচ্ছে। বৈঠকে আসন্ন নির্বাচনে কী পরিমাণ কাগজ লাগতে পারে, এজন্য বাজেট ও আগের নির্বাচনের কিছু কাগজপত্র বিজি প্রেসে রয়েছে, সেগুলোর গুণগত মান খারাপ হলে সেগুলো সরিয়ে ফেলার বিষয়েও আলোচনা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, এ কাজের অগ্রগতি তদারকির জন্য ইসি সচিবালয় একটি কমিটি গঠন করেছে। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনে ২১ ধরনের ফরম, ১৭ ধরনের প্যাকেট, ৫ ধরনের পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ম্যানুয়াল, প্রশিক্ষণ ম্যানুয়াল, নির্দেশিকাসহ বিভিন্ন জিনিস মুদ্রণ করতে হয়।

ইসি সচিব আরো বলেন, একটি কমিটি কাগজপত্র যাচাই-বাছাই করবে ও নষ্ট হয়ে যাওয়া কাগজ নিয়ম অনুযায়ী সরিয়ে ফেলা হবে। কাগজের পরিমাণ ও কতদিন লাগতে পারে, সে বিষয়ে প্রস্তুতি রাখার জন্য এ আলোচনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চার মাসের মধ্যেই কেনাকাটার কাজ সম্পন্ন করা যাবে বলে আশা করা যাচ্ছে।

আরও