শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে আজ

শারদীয় দুর্গা পূজার আজ বিজয়া দশমী। এদিন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসব।

শারদীয় দুর্গা পূজার আজ বিজয়া দশমী। এদিন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসব।

গতকাল ছিল মহানবমী। এদিন সনাতন ধর্মাবলম্বীরা মন্দির-মণ্ডপে দেবী দুর্গার আরাধনা করেছেন। তবে বিসর্জনের ক্ষণ এগিয়ে আসায় ছিল বিদায়ের সুরও।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে দেখা যায়, ঢাকের বাদ্যির সঙ্গে মন্ত্রপাঠে আনন্দময়ীকে অঞ্জলি দিচ্ছেন ভক্তরা। এবার তিথির কারণে মহানবমী পূজার পরই দশমীর বিহিত পূজা এবং দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী বলেন, ‘এবার নবমী তিথি শুক্রবার শুরু হয়ে শনিবার সকাল ৬টা ১৩ মিনিট পর্যন্ত ছিল। ফলে আমরা ভোর থেকেই নবমীর বিহিত পূজা করেছি। এবার তিথি অনুযায়ী, নবমী পূজা সকাল ৯টা ২০ মিনিটের মধ্যে শেষ করার নিয়ম ছিল।’ তিনি আরো বলেন, ‘এখানে সকাল সাড়ে ৮টার মধ্যে নবমী পূজা শেষ করে ৮টা ৫০ মিনিটে দেবীকে অঞ্জলি প্রদান করা হয়। পরে শুরু হয় দশমীর বিহিত পূজা।’

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবী দুর্গা। তার এ ‘আগমন ও প্রস্থানের’ মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচদিন চলে দুর্গোৎসব।

মহালয়ার মধ্য দিয়ে ২ অক্টোবর এবারের দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়। ওইদিন থেকেই দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার সূচনা হয়। এরপর গত বুধবার ষষ্ঠী থেকে পাঁচদিনের যে দুর্গোৎসব শুরু হয়, আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। দশমীর দিন প্রতিমা বিসর্জনের পাশাপাশি সিঁদুর খেলা, মাকে মিষ্টি দান ও শোভাযাত্রা আয়োজন করা হয়ে থাকে।

সাধারণত দশমীর দিন দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জন হয়ে থাকে। কিন্তু এবার সেটি হচ্ছে না। এর কারণ হিসেবে গতকাল প্রণব চক্রবর্তী বলেন, ‘দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের নিয়ম থাকলেও আরেকটি নিয়ম আছে। ওই দিনের মধ্যে যদি শ্রবণা নক্ষত্রের শেষ প্রাত হয়, তাহলে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জন দিতে হবে। কিন্তু আজ (শনিবার) শ্রবণা নক্ষত্রের শেষ প্রাত হচ্ছে অনেক রাতে। ফলে রাতে তো বিসর্জন দেয়া যাবে না। এজন্য কাল বিসর্জন দেয়া হচ্ছে। তবে দশমীর যে পূজা, সেটি আজকে দিনেই করা হচ্ছে।’

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় জানান, নবমীতে এসেই পূজার ষোলোকলা পূর্ণ হয় এবং বিদায়ের সুর বাজে। দশমীতে বিদায় জানানো হয়। এবার নবমীতেই দর্পণে বিসর্জন হয়েছে, ফলে মাকে বিদায় দেয়া হয়ে গেছে। প্রতীকীভাবে মায়ের বিদায় হবে রোববার।

পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, দেশের ৩১ হাজার ৪৬১টি মন্দির ও মণ্ডপে এবার পূজা হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ৩২ হাজার ৪০৮। এর মধ্যে ঢাকা মহানগরে এবার ২৫২টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর পূজা হয় ২৪৮টিতে।

আরও