কারাদণ্ড

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে দুজনের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে দুজনের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে পুরানবাজারসংলগ্ন গোরইন চত্বরে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. ওহিদুল ইসলাম ও মো. নান্না মিয়া। তারা দুজনই ড্রেজারের মালিক।

আরও