চাঁদপুরে ৫০ বালিবাহী বাল্কহেড জব্দ আটক শতাধিক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর এলাকায় পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালিবাহী ৫০টি বাল্কহেড জব্দ করেছে নৌ-পুলিশ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর এলাকায় পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালিবাহী ৫০টি বাল্কহেড জব্দ করেছে নৌ-পুলিশ। এছাড়া এসব নৌযানের সঙ্গে থাকা শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পাঁচটি টিম পৃথক অভিযান পরিচালনা করে এসব বাল্কহেড জব্দ করে। নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

ফরিদ হোসেন নামে এমভি ওয়াটার হেন-৫-এর সুকানি জানান, তারা মাওয়া থেকে ড্রেজারের মাধ্যমে বালিভর্তি করে ঢাকায় নিয়ে যান। তাদের কাজ হচ্ছে বহন করা। প্রতি রাতে বালিবাহী কমপক্ষে ২০০ বাল্কহেড ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। তার বাল্কহেডের কাগজপত্র আছে। কিন্তু বালি বহনের জন্য কোনো বৈধ কাগজপত্র নেই।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আমরা যে ৫০টি বাল্কহেড জব্দ করেছি এগুলোর প্রত্যেকটি পদ্মা নদীর কোনো না কোনো স্থান থেকে উত্তোলন করা বালি বহন করে নিয়ে যাচ্ছিল।’

আরও