চাঁদপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪৫ জন

চাঁদপুরে আজ রোববার (৪ আগস্ট) আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন কমপক্ষে ৪৫ জন।

চাঁদপুরে আজ রোববার (৪ আগস্ট) আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন কমপক্ষে ৪৫ জন।

সকালে শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তালতলা বাসস্ট্যান্ড এলাকা দখলে রেখে বিক্ষোভ করতে থাকে। পরে এ স্থানে আওয়ামী লীগ ও আন্দোলনকারী দু পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে ওয়ার্ড যুব লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মজু ভুইয়ার ছেলে রাসেল ভুইয়া, পুরান বাজারের আল আমীন সহ ৪৫ জন আহত হন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কোটা সংস্কার বিরোধীরা মিছিলে জাতীয় পতাকা, ব্যানারসহ বিভিন্ন স্লোগান সম্মিলিত ফেস্টুন ব্যবহার করেন। তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অন্যদিকে সকাল থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে তারা বিভিন্ন অংশে বিভক্ত হয়ে মিছিল করতে থাকে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলের উপস্থিতিতে মিছিল করেন।

এদিকে বিএনপি  জামায়াতের আইনজীবীদের দ্বারা গঠিত ‘আইনজীবী ফোরাম’ কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেন। এ সময় তারা গণহত্যার বিচার চান।

সকাল থেকেই পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নেয়।

আরও