সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার সুপারিশ, নারীদের জন্য ৩৭

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ জানিয়েছে এ-সংক্রান্ত পর্যালোচনা কমিটি।

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ জানিয়েছে এ-সংক্রান্ত পর্যালোচনা কমিটি। আর নারীদের বয়সসীমা সুপারিশ করা হয়েছে ৩৭ বছর। যেকোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়সংশ্লিষ্ট একটি সূত্র গতকাল বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

বয়সসীমা নির্ধারণের সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ জানাতে গত ৩০ সেপ্টেম্বর কমিটি গঠন করে সরকার। কমিটির প্রধান করা হয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে। আর সদস্য সচিব হিসেবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেয় বলে গত শুক্রবার নিশ্চিত করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। এটি ৩৫ বছর করার দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে ‘চাকরিতে আবেদনের বয়স ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।’ দাবি আদায়ে এ ব্যানারে তারা একাধিকবার সড়কে নেমেছেন। সর্বশেষ আন্দোলনে নামেন গত মাসের শেষ দিকে। গত ৩০ সেপ্টেম্বর কয়েক শ চাকরিপ্রত্যাশী শাহবাগে সমবেত হন। একপর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে অবস্থান নেন। সেদিন তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এর পরও চাকরিপ্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি জানান।

আরও