বরিশাল মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে, ১ রোগীর মৃত্যু

এ ঘটনায় লাইফ সাপোর্টে থাকা নগরীর চৌমাথা এলাকার মমতাজ বেগম নামের এক রোগী ধোঁয়ার কারণে মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আজ রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের নিচ তলায় স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময় সেখানে ভর্তি প্রায় ৭০ জন রোগী ও তাদের স্বজনদের নিরাপদে জায়গায় সড়াতে সক্ষম হয় দায়িত্বরত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লাইফ সাপোর্টে থাকা এক রোগী মারা গেছেন। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। লাইফ সার্পোটে থাকা একজন রোগী মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছে মেডিসিন ওয়ার্ডের স্টাফ জে খান স্বপন।

হাসপাতাল সূত্র জানায়, আজ রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের নিচ তলায় স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময় সেখানে ভর্তি প্রায় ৭০ জন রোগী ও তাদের স্বজনদের নিরাপদে জায়গায় সড়াতে সক্ষম হয় দায়িত্বরত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় লাইফ সাপোর্টে থাকা নগরীর চৌমাথা এলাকার মমতাজ বেগম নামের এক রোগী ধোঁয়ার কারণে মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। আরো হতাহত থাকতে পারে। সে তথ্য পরবর্তীতে জানানো হবে।

অগ্নিকাণ্ডে মেডিসিন বিভাগটি আপাতত ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। আগুনের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিজামুল ইসলাম জানান, আগুনের উৎসের কারণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আরও