বণিক বার্তার ঝালকাঠি জেলা প্রতিনিধি ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহার বাবা গণনাথ সাহা (৭৮) মৃত্যুবরণ করেছেন। শনিবার দিবাগত রাত ১১টা ২৫ মিনিটে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে গতকাল দুপুরে তাকে পারিবারিক শ্মশানে সমাহিত করা হয়েছে।
গণনাথ সাহা স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বণিক বার্তা পরিবার।