দেশে প্রায় ৫০টি রাজনৈতিক দল রয়েছে। এর মধ্যে একটি দল না থাকলে কিছুই হবে না বলে মনে করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘আমাদের মতপ্রকাশের ভিন্নতা থাকলেও ঐক্যের বিষয়ে সবাই এক ও অভিন্ন। আওয়ামী লীগকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না।’ গতকাল চাঁদপুরে গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেলা গণঅধিকার পরিষদ এ সভা আয়োজন করে।