১০ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ১৪ জনের

সড়ক দুর্ঘটনায় ১০ জেলায় ১৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সড়ক দুর্ঘটনায় ১০ জেলায় ১৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। টাঙ্গাইল, ময়মনসিংহ, দিনাজপুর, গাজীপুরে আটজন নিহত হয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, জামালপুর, পিরোজপুর, বগুড়া ও ফরিদপুরে আরো ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

টাঙ্গাইল: কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মণ্ডলের ছেলে ও অটোরিকশাচালক হাসেন আলী (৫৫), একই এলাকার মো. লাল মিয়ার ছেলে সবুজ (১৩)।

যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে।

ময়মনসিংহ: মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। গতকাল বেলা ১টার দিকে মুক্তাগাছা পৌর শহরের নতুন বাজার খেলার মাঠসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার আহমদপুর গ্রামের লিটন খানের ছেলে অনন্ত খান (২২) ও ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে রাসেল মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল মিয়া মুক্তাগাছা শহরে একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন। অনন্ত তার মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে এসেছিলেন। দুপুরে মোটরসাইকেলটি চালিয়ে ট্রায়াল দিচ্ছিলেন অনন্ত। এ সময় পেছনে বসে ছিলেন রাসেল। উপজেলা পরিষদের পূর্বপাশে নতুন বাজার খেলার মাঠসংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অনন্ত। এ সময় রাসেলসহ সড়কে থাকা আরো একজন আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর: হাকিমপুরে একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন লরিচালক। গতকাল বেলা ১টার দিকে হিলি-দিনাজপুর সড়কের লোহাচড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেনের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এবং রাসেল হোসেনের বাড়ি পাঁচবিবি উপজেলার মাতকুড় গ্রামে। আহত ট্রাকচালক জাহিদুল ইসলামকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাজীপুর: মহানগরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ গ্রামের ইজিবাইক চালক মো. আবু হানিফ (৩৫) ও মাজুখান দক্ষিণ পাড়া গ্রামের সাব্বির আলম (২৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

পুবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাক ও অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হোসেন (৭০) উপজেলার শ্যামপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের বাসিন্দা। সাইকেলে করে জমিতে কাজ করতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে দুই ট্রাকের চাপায় আলম মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকাল ৫টার দিকে উপজেলা শহরের জনতা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

জামালপুর: মেলান্দহে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে জিয়াউল হক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার নলেরচর তালতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউলের বাড়ি উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে। তিনি জামালপুর আদালতের এক আইনজীবীর সহকারী ছিলেন।

পিরোজপুর: ট্রাকের ধাক্কায় মো. আরিফ (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহত মো. আরিফ (২৫) সদর উপজেলার খলিশাখালী এলাকার মৃত আলী আজগর সেখের ছেলে।

বগুড়া: কাহালুতে ট্রাকচাপায় রঞ্জু প্রামাণিক (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল বেলা ১২টার দিকে উপজেলার বিদ্যুৎনগর আপুইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জু প্রামাণিক সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের পশ্চিম পাটিতা পাড়া এলাকার আবুজাফর প্রামাণিকের ছেলে।

ফরিদপুর: ডাম্প ট্রাকের ধাক্কায় সাব্বির আলী (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার মা মিমি বেগম (৫০)। গতকাল মোটরসাইকেলে মাকে নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

আরও