মাদারীপুরে শিবচরে এক অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১১ টার দিকে শিবচরের আড়িয়াল খাঁ নদে মরদেহটিকে ভাসমান অবস্থায় দেখতে পেলে এলাকাবাসী প্রথমে নৌ পুলিশকে খবর দেয়। পরে শিবচর থানা ও নৌ পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শিবচর থানা ইনচার্জ অফিসার মোখতার হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।