ছয় দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বৈঠক ফলপ্রসু হয়নি। দাবি পূরণে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় নতুন কর্মসূচির ডাক দিয়েছে তারা।
ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জুমার নামাজের পর সারা দেশে একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবেন শিক্ষার্থীরা। ফেসবুকে 'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ' নামে পেজ থেকে এক ভিডিও পোস্টের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়, আজ বাদ জুম্মা সারা বাংলাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে '৮৭ এর কাফন আন্দোলন' এর মতো কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠকে করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আলোচনা শেষে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাশফিক ইসলাম জানান, আলোচনা ফলপ্রসূ হয়নি। আলোচনার নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ আন্দোলন বহাল থাকবে।
ছয় দফা দাবিতে গত বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে ঘোষণা দেওয়া হয়েছিল, আজ সারা দেশে ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধ করবেন আন্দোলনকারীরা।
তাদের আন্দোলনের মুখে রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে আজকের বৈঠকের ওপর ভিত্তি করে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পরবর্তী কর্মসূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন তারা। তবে বৈঠকে সন্তুষ্ট হতে না পেরে দাবি আদায়ে শিগগিরই কঠোর কর্মসূচির কথা বললেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে এক নম্বর হচ্ছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত করা। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করা।
দুই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশ্বের আদলে প্রণয়ন করা।
তিন, উপসহকারী প্রকৌশলী ও সমমান (দশম গ্রেড) পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাস করা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবেন না এবং এ পদ সংরক্ষিত করতে হবে। প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্রদের ন্যূনতম দশম গ্রেডের বেসিক অর্থাৎ ১৬ হাজার টাকা দেয়া।
চার, কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, উপপরিচালক, অধ্যক্ষ ও দায়িত্বে থাকা সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে দায়িত্ব/নিয়োগ দেয়া।
পাঁচ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত সব নিয়োগ বিধিমালা সংশোধন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল সব শূন্যপদে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও দক্ষ ল্যাব সহকারীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা।
ছয়, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার গেজেট পাস করা এবং বর্তমানে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ সিট নিশ্চিত করা।