ভারতের পালানোর সময় যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে আটক

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তিনি পালিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আগমন করেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (১২ অক্টোবর) দুপুরে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)'র অধীনস্থ সালদা নদী বিওপির সীমান্ত পিলার ২০৫০/৮-এস-এর কাছে পুটিয়া নামক স্থান দিয়ে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার সময় বাংলাদেশী নাগরিক এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।

আটককৃত কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তিনি পালিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আগমন করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়ীয়ার কসবা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও