মৌসুমের শুরুতেই বিদ্যুৎ বিভ্রাট

ময়মনসিংহে সেচ সংকটে বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা

বোরো মৌসুমের শুরুতে ময়মনসিংহে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। নিয়মিত সেচ পাম্প চালাতে পারছেন না কৃষক।

বোরো মৌসুমের শুরুতে ময়মনসিংহে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। নিয়মিত সেচ পাম্প চালাতে পারছেন না কৃষক। অবস্থা চলতে থাকলে বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। তবে লোডশেডিং এড়াতে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ দেয়ার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহ জেলা শহর উপজেলাগুলোর তুলনায় গ্রামে লোডশেডিং বেশি। কোথাও কোথাও -১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চলছে।

পিডিবি ময়মনসিংহ অফিসের প্রধান প্রকৌশলী মো. এমদাদুল হক জানান, গরমে বিদ্যুতের চাহিদা বাড়ে। তবে এখনো সে চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেনি। তার পরও শুরু হয়েছে লোডশেডিং। ময়মনসিংহ অঞ্চলে পিডিবির বিদ্যুতের চাহিদা থাকে প্রায় হাজার ২২০ মেগাওয়াট। বিপরীতে পাওয়া যাচ্ছে হাজার মেগাওয়াট। ঘাটতি থাকছে প্রায় ২১০-২২০ মেগাওয়াট।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি- কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, জেলায় পল্লী বিদ্যুতের তিনটি অঞ্চলে চাহিদা রয়েছে ২২০ মেগাওয়াট। এর বিপরীতে পাওয়া যাচ্ছে ১৫০ মেগাওয়াট। মঙ্গলবার বেলা ১১টায় জেলার উত্তরাংশের সাত উপজেলায় বিদ্যুতের চাহিদা ছিল ৭৫ মেগাওয়াট। সময় সরবরাহ ছিল ৫৫ মেগাওয়াট।

কৃষকদের অভিযোগ, তারা গড়ে ঘণ্টা করেও বিদ্যুৎ পাচ্ছেন না। নিয়মিত সেচ পাম্প চালাতে পারছেন না। জমিতে চাহিদামতো সেচ দিতে না পারায় বেশকিছু এলাকার উঠতি বোরো ফসলের খেত ফেটে যাচ্ছে। অবস্থা যদি আগামী এক সপ্তাহ চলতে থাকে তাহলে ধানগাছ মরে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রয়োজনে শহরে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সীমিত করে গ্রামে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে ফসল রক্ষার দাবি বোরো চাষীদের।

তরাকান্দার কামারিয়া এলাকার কৃষক হানিফ মাহমুদ বলেন, ‘বিদ্যুৎ সংকটের কারণে জমিতে ঠিকমতো সেচ দিতে পারছি না। এতে হুমকিতে পড়েছে বোরো আবাদ। সময়ে জমিতে সেচ দিতে না পারলে ফসল উৎপাদন করা কঠিন হয়ে যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ জেলায় চলতি মৌসুমে বোরো আবাদ হয়েছে লাখ ৬৩ হাজার ৪৮৫ হেক্টর জমিতে। বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টন। এভাবে লোডশেডিং চলতে থাকলে বোরো উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে লোডশেডিং এড়াতে কৃষকদের রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ দেয়ার পরামর্শ দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক . নাছরিন আক্তার বানু।

আরও