নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজনের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে নান্দাইল উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ৫ নম্বর ঘোষপালা পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গতকাল  বেলা সাড়ে ৩টার দিকে নান্দাইল উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ৫ নম্বর ঘোষপালা পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আনোয়ারা বেগম (৫৫), তার ছেলে জামাল উদ্দিন (৩৬), জামাল উদ্দিনের মেয়ে ফাহমিদা ইসলাম ফাইজা (৬) ও ফারিয়া ইসলাম আনিকা (৪)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিজের টিনের ঘরে অটোরিকশা চার্জ দিয়েছিলেন জামাল উদ্দিন। এ সময় তার মেয়ে আনিকা খেলার জন্য অটোরিকশায় উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি টের পেয়ে মেয়েকে বাঁচাতে জামাল উদ্দিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে জামাল উদ্দিনের অবস্থা দেখে তার মা এবং আরেক মেয়ে এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। জামাল উদ্দিনের বড় মেয়ে জান্নাতুল মারুফা (৮) ঘরে এসে দেখতে পায় পরিবারের সবাই মাটিতে পড়ে রয়েছেন। তার চিৎকারে চাচা নুরুল হক এসে বিদ্যুতের মেইন সুইচ অফ করে দেন। ততক্ষণে চারজনই মারা যান। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় লোকজনের সুপারিশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়।

আরও