লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে সাবেক রেল কর্মকর্তার মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে করোনা উপসর্গ নিয়ে মোজাম্মেল হোসেন মোহন (৬৪) নামে রেলওয়ের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বামনী ইউনিয়নের পর্ব কাঞ্চনপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মোজাম্মেল হোসেন মোহন ওই এলাকার মৃত মোহাম্মদ উল্যার ছেলে ও সাবেক রেলওয়ে কর্মকর্তা। এ ঘটনায় দুটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে করোনা উপসর্গ নিয়ে মোজাম্মেল হোসেন মোহন (৬৪) নামে রেলওয়ের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বামনী ইউনিয়নের পর্ব কাঞ্চনপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মোজাম্মেল হোসেন মোহন ওই এলাকার মৃত মোহাম্মদ উল্যার ছেলে সাবেক রেলওয়ে কর্মকর্তা। ঘটনায় দুটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোজাম্মেল হোসেন তিনদিন আগে ঢাকা থেকে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে আসেন। এই অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। শুক্রবার রাতে তার অবস্থা আরো গুরুতর হলে সকালে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, কয়েক দিন আগে আমি তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য চট্টগ্রাম পাঠাই। রিপোর্ট আমাদের হাতে আসেনি। এরই মধ্যেই তার শ্বাসকষ্ট, জ্বর গলাব্যথা বেড়ে যায় এবং তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা খবর দিয়েছেন।

 

আরও