অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে লক্ষ্মীপুর জজকোর্টের গাড়িচালক নুর হোসেন পাটওয়ারী ও তার ভাই আমির হোসেন পাটওয়ারীকে। গতকাল জেলা দায়েরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলা ও দায়রা জজ রহিবুল ইসলামের আদালতে অভিযুক্তরা আত্মসমর্থন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ গত ৭ সেপ্টেম্বর বাদী হয়ে নুর হোসেন ও আমির হোসেনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেন। নুর হোসেন লক্ষ্মীপুর জজকোর্টের গাড়িচালক। আমির হোসেন একজন ব্যবসায়ী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি আমলে নিয়ে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয় ২০১৯ সালের ৮ জুলাই নুর হোসেন ও আমির হোসেনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারি করে। এর আগে দুদক তাদের বিরুদ্ধে অনুসন্ধান শেষে একটি প্রতিবেদন দাখিল করে।
২০১৯ সালের ১৯ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় নোয়াখালী কার্যালয়কে ওই দুই ভাইয়ের সম্পদ বিবরণীর আদেশ জারির নির্দেশ দেয়। এ পরিপ্রেক্ষিতে ২৯ ডিসেম্বর নোয়াখালী কার্যালয় বিবরণীর আদেশ জারি করে। এর মধ্যে নুর হোসেনকে চলতি বছরের ২ জানুয়ারি ও আমির হোসেনকে ১৬ ফেব্রুয়ারি সম্পদ বিবরণীর ফরম বুঝিয়ে দেয়া হয়। কিন্তু ফরম বুঝে পাওয়ার দিন থেকে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের বাধ্যবাধকতা থাকলেও তারা তা করেনি। এমনকি তারা সময় বৃদ্ধির আবেদনও করেননি। এর মাধ্যমে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।