ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই

স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরছে মানুষ। তবে এবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও তেমন যানজট নেই। মহাসড়ক যানজটমুক্ত রাখতে দায়িত্ব পালন করছে পুলিশ। গতকাল দুপুরে মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরছে মানুষ। তবে এবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও তেমন যানজট নেই। মহাসড়ক যানজটমুক্ত রাখতে দায়িত্ব পালন করছে পুলিশ। গতকাল দুপুরে মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ অংশ দিয়ে পাঁচটি জেলার মানুষ যাতায়াত করে। প্রতি বছর ঈদযাত্রায় সড়কে বাড়তি যানবাহনের চাপ থাকে। মহাসড়কের ময়মনসিংহ অংশে প্রবেশের পর স্কয়ার মাস্টারবাড়ী, ভালুকা উপজেলার সিড স্টোর বাজার, ভালুকা বাসস্ট্যান্ড, ভরাডোবা, ত্রিশাল বাসস্ট্যান্ড ও ময়মনসিংহ বাইপাসে যানজট থাকে। এছাড়া রাগামারা, চেলেরঘাট, বৈলর, চুরখাই বাজার এলাকায়ও যানজট সৃষ্টি হয়। বাসস্ট্যান্ড এলাকা পার হতে সময় বেশি লাগায় যানজট তীব্র আকার ধারণ করে। তবে এবার দেখা গেছে উল্টো চিত্র। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট ছিল না।

শেরপুরগামী বাসচালক শফিকুল ইসলাম বলেন, ‘‌ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট। ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট সময়েই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারছি।’

ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবং যানজটপ্রবণ এলাকায় বাড়তি পুলিশ নিয়োজিত রয়েছে। গাড়ির চাপ বাড়লেও এবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও