ছাত্র-জনতার ওপর হামলা

মোহনগঞ্জে আ.লীগ নেতাসহ ২৩০ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার মোহনগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সকালে পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক বাদী হয়ে ভাংচুর, লুটপাট বিস্ফোরক আইনে মামলাটি করেন। মামলায় ফজলুল হকের বাসাবাড়ি ভাংচুর, লুটপাট আগ্নেয়াস্ত্র প্রদর্শন, দেশীয় অস্ত্র ব্যবহার ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়। মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

১৭ আগস্ট থেকে গত শুক্রবার পর্যন্ত জেলার নয়টি থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৩০টি মামলা হয়েছে। এর মধ্যে মোহনগঞ্জে দুটি মামলা রয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা হাজার ৪৫৭। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরসভার সাবেক মেয়র মো. লতিফুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার বাদী ফজলুল হক জানান, সুনির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়েছে। মামলার এজাহারে তা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন কারণে মামলাটি করতে একটু দেরি হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, আসামিরা সবাই গা-ঢাকা দিয়েছেন। তবে তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও