কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের মা মমতাজ নাহার বলেছেন, ‘আমার অসুস্থ ছেলেকে তারা (ডিবি) হাসপাতাল থেকে নিয়ে গেল। সঙ্গে আরো দুজনকে নিয়ে গেল। পরিবারের চেয়ে কি পুলিশের কাছে সন্তান বেশি নিরাপদ? এসব ঘটনায় শুধু আমি নই, দেশের সব মা আজ সন্তানদের নিয়ে দুশ্চিন্তায়। এভাবে হয় না, এভাবে চলতে পারে না।’
গতকাল রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ের পাশে দাঁড়িয়ে মমতাজ নাহার সাংবাদিকদের এ কথা বলেন।
নাহিদসহ কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়ক ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে রয়েছেন। নাহিদের সঙ্গে দেখা করতে গতকাল ডিবি কার্যালয়ে আসেন মমতাজ নাহার। সঙ্গে ছিলেন নাহিদের স্ত্রী, ফুফু এবং এক খালা। কয়েক দফা পুলিশের সঙ্গে কথা বলেও তারা ভেতরে যাওয়ার অনুমতি পাননি।
বণিক বার্তাকে মমতাজ নাহার বলেন, ‘একটা সন্তান তার পরিবারের কাছে হেফাজতে থাকে। তাদের (ডিবি) কাছে কিসের হেফাজত। তারা কেন আনল? আমার ছেলের ওপর আগেও তারা নির্যাতন চালিয়েছে। পরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।’ তিনি বলেন, ‘ডিবি পুলিশের যদি কোনো কথা থাকে, তাহলে একটা জায়গায় বসে সেটা করা যায়। এভাবে এখানে আটকে রেখে কথা নেবে, এটা ঠিক নয়।’
নাহিদের মা বলেন, ‘আমি আশঙ্কা করছি আমার ছেলেকে নির্যাতন করে হত্যা করা হতে পারে। আমি আমার ছেলেকে আমার হেফাজতে চাই।’
মমতাজ নাহারের পাশে দাঁড়িয়ে ছিলেন আরেক সমন্বয়ক আখতার হোসেনের স্ত্রী সানজিদা আক্তার। আখতার হোসেন বর্তমানে কারাগারে। সানজিদা আখতার বণিক বার্তাকে বলেন, ‘আমি এখানে এসেছি একটা দাবি জানাতে। সেটা হচ্ছে, আখতার হোসেনসহ বৈষম্যবিরোধী আন্দোলনে এ পর্যন্ত গ্রেফতার সব শিক্ষার্থীর মুক্তি চাই। এছাড়া তাদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করতে হবে।’