ময়মনসিংহে নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে সংঘর্ষে নিহত-১

ময়মনসিংহ-৪ আসনে অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের হুতারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ-৪ আসনে অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের হুতারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল ইসলাম একই ইউনিয়নের চর ভবানীপুরের মৃত নুর হোসেনের ছেলে।

চর সিরতা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সাঈদ জানান, হুতারপাড়া মোড়ে আইন উদ্দিনের দোকানের সামনে ময়মনসিংহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপনের প্রস্তুতি চলছিল। ক্যাম্প তৈরি নিয়ে ছোট ভাই ফারুক (৪০), বড় ভাইয়ের ছেলে রাজু (২৮), সাজু (২৫) ও রফিকুল ইসলামের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরও