মাদারীপুরে ইলিশের মেলা

ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে শনিবার রাত ১২টা থেকে। তবে তার আগে মাদারীপুরে বসে ইলিশের মেলা।

ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে শনিবার রাত ১২টা থেকে। তবে তার আগে মাদারীপুরে বসে ইলিশের মেলা। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে বেচাকেনা চলে রাত ১২টা পর্যন্ত। কয়েক ঘণ্টায় প্রায় ২ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে বলে দাবি আড়তদার ও ব্যবসায়ীদের। শহরের পুরানবাজার মাছের আড়ত, মস্তফাপুর মৎস্য ভাণ্ডার ও রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ইলিশ বেচাকেনা হয়। প্রতি বছর নিষেধাজ্ঞার আগের রাতে এভাবে ইলিশ বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আরও