'নো ওয়ার্ক, নো স্কুল' কর্মসূচিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে বৈশ্বিক কর্মসূচি ‘নো ওয়ার্ক, নো স্কুল’-এ সংহতি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

রোববার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে— মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট উগ্র জায়নবাদী ইসরায়েলের আগ্রাসনে প্রতিনিয়ত গণহত্যার শিকার হচ্ছে ফিলিস্তিনের হাজারো নারী, শিশু এবং বেসামরিক মানুষ। এই বর্বর হত্যাকাণ্ড বন্ধের দাবিতে বৈশ্বিক প্রতিবাদের অংশ হিসেবে আগামীকাল ৭ এপ্রিল, সোমবার সারাবিশ্বে পালিত হচ্ছে 'নো ওয়ার্ক, নো স্কুল' কর্মসূচি। এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে বলেন, "ফিলিস্তিনে নিরস্ত্র, নিরপরাধ জনগণের ওপর যুদ্ধবিরতির সমস্ত চুক্তি লঙ্ঘন করে যে নারকীয় হামলা উগ্র জায়নবাদী ইসরায়েল চালাচ্ছে— তাতে মানবসভ্যতার ইতিহাস আরো একবার শত শত মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, কলঙ্কিত হয়েছে। সামজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত বোমার আঘাতে মানুষের ছিটকে পড়ার দৃশ্য, ছোট্ট শিশুদের ক্ষতবিক্ষত দেহ, তাদের ছল ছল দু’চোখের পানি , ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে থাকা দিশেহারা মানুষের শূণ্য চাহনি কিংবা অশ্রুসিক্ত কন্ঠে মুয়াজ্জিনের আজান— কোনোকিছুই আমাদের আর স্থির থাকতে দিচ্ছে না! মানবাধিকারের সকল সীমা অতিক্রম করে ইসরায়েল যা করছে, তা একটি জঘন্য যুদ্ধাপরাধ। এই বর্বরতার বিরুদ্ধে আজ নীরব থাকা যায় না। আগামীকাল ০৭ এপ্রিল, ২০২৫ সারাবিশ্বে 'নো ওয়ার্ক, নো স্কুল' কর্মসূচিতে পালিত হচ্ছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দেশের সকল সচেতন শিক্ষার্থী, শিক্ষক, কর্মজীবী, সংস্কৃতিকর্মী ও জনগণকে আহ্বান জানাচ্ছি- আপনারা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিন। মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট উগ্র জায়নবাদী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হোন।"

তারা আরো বলেন— বারবার হামলা- হত্যার ঘটনা ঘটছে কিন্তু জাতিসংঘ নিশ্চুপ থেকে বাস্তবে গণহত্যার পক্ষাবলম্বন করছে। আমাদের আহ্বান, বাংলাদেশ সরকারকে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নিতে হবে। ইসরায়েলের এই নৃশংস হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থাকে চাপ সৃষ্টি করতে হবে।

নেতৃবৃন্দ ফিলিস্তিনে মার্কিন মদদে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিশ্বের সকল শান্তিকামী-গণতন্ত্রমনা মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আরও