সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা শহরের চতুর্দিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে

উপদেষ্টা বলেন, এ বছরই আরো ১২ টিসহ মোট ১৯ টি খাল দখল ও দূষণমুক্তকরণের কাজ বাস্তবায়ন করা হবে। এছাড়া, ঢাকার চারপাশের ৪টি নদী বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতালক্ষ্যা নদী দখল ও দূষণমুক্ত করনে কাজ শুরু করা হবে।

ঢাকা শহরের চতুর্দিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে এবং এজন্য ইতিমধ্যে ঢাকা শহরের অভ্যন্তরে ৬ টি খাল খননের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় পানি ভবনের সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পানি বিষয়ক গ্লোবাল পার্টনারের প্র্যাকটিস ম্যানেজার সুমিলা গুলায়নির নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ বছরই আরো ১২ টিসহ মোট ১৯ টি খাল দখল ও দূষণমুক্তকরণের কাজ বাস্তবায়ন করা হবে। এছাড়া, ঢাকার চারপাশের ৪টি নদী বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতালক্ষ্যা নদী দখল ও দূষণমুক্ত করনে কাজ শুরু করা হবে।

উপদেষ্টা বলেন, যেটা আমাকে আনন্দিত করে, সেটা হলো এখন পানি উন্নয়ন বোর্ড কমিউনিটির দিকে এগিয়ে আসছে। যখনই কোনো সংবাদ প্রকাশ পায় এবং যদি তারা তাৎক্ষণিক সাড়া দেয়, যদি সরাসরি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে, তাহলে সেটার একটা প্রভাব পড়ে। এতে তাদের বিশ্বাসযোগ্যতাও বাড়ে। মানুষ তাদের ওপর আস্থা রাখতে শুরু করে। আমি এখানেই আন্তরিকভাবে কাজ করছি।

উপদেষ্টা বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে উপদেষ্টা ঢাকার চারপাশের ৪টি নদী দখল ও দূষণমুক্তকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা বলেন, সবার আগে দরকার মানুষের সঙ্গে আস্থা তৈরি করা। সেটাই প্রথম এজেন্ডা হওয়া উচিত। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একজন প্রকৌশলী আর একজন সমাজকর্মীর মধ্যে সমন্বয় হওয়া দরকার যাতে করে মানুষের জরুরি প্রয়োজনগুলোতে আন্তরিকতার সঙ্গে সহমর্মী হওয়া যায়।

তিনি আরো বলেন, আমাদের এখানে তিনটি প্রধান সমস্যা—একটি হলো বন্যা ও ভাঙন, একটি হলো সেচের জন্য পানি না পাওয়া এবং আরেকটি হলো পলি জমা। প্রকল্প গ্রহণের সময় এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল)মোহাম্মদ এনায়েত উল্লাহ ছিলেন, অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম চৌবে এবং অতিরিক্ত মহাপরিচালক মো. জহিরুল ইসলাম ছিলেন।

আরও