ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, ট্রেনে উপচে পড়া ভিড়

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। আজ থেকে খুলেছে সরকারি অফিস আদালত, ব্যাংকে বীমাসহ বেসরকারি অনেক প্রতিষ্ঠান।কর্মস্থলে যোগ দিতে ভোর থেকে ঢাকা -ময়মনসিংহ রেললাইনের ট্রেনগুলো উপচে পড়া ভিড়। ভেতরে জায়গায় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে করে কর্মস্থলে ফিরছে মানুষ। সোমবার ১৫ এপ্রিল) সকালে ময়মনসিংহ রেলওয়ে জংশন ও গফরগাঁও রেলওয়ে স্টেশনে ঘুরে এই চিত্র দেখা যায়।

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। আজ থেকে খুলেছে সরকারি অফিস আদালত, ব্যাংকে বীমাসহ বেসরকারি অনেক প্রতিষ্ঠান।কর্মস্থলে যোগ দিতে ভোর থেকে ঢাকা -ময়মনসিংহ রেললাইনের ট্রেনগুলো উপচে পড়া ভিড়। ভেতরে জায়গায় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে করে  কর্মস্থলে ফিরছে  মানুষ। সোমবার ১৫ এপ্রিল) সকালে ময়মনসিংহ রেলওয়ে জংশন ও গফরগাঁও রেলওয়ে স্টেশনে ঘুরে এই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায় তারাকান্দি থেকে  ছেড়ে আসা কমলাপুরগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস , জামালপুর থেকে ছেড়ে আসা লোকাল ট্রেন জামালপুর কমিউটার এবং  মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা কমলাপুরগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ও হাওর এক্সপ্রেস  ও  স্পেশাল ট্রেন ট্রেনগুলোতে দেখা যায় প্রচণ্ড ভিড়।অপরদিকে কমলাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ট্রেনগুলোতে যাত্রীর চাপ কিছুটা কম।

জামালপুর কমিউটার ট্রেনের যাত্রী শাফিন আহমেদ বলেন , ‘ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি বাবা-মা, ভাইবোনসহ পরিবারের  সঙ্গে সময় কাটিয়ে কর্মস্থলে ফিরছি।আজ থেকে  অফিস খোলা।

আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রী রাজীব আহমেদ বলেন, ‘গ্রামের বাড়িতে পরিবার পরিজনদের সঙ্গে ঈদের  ছুটি কাটিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকা ফিরছি।’ 

যমুনা  এক্সপ্রেস ট্রেনের যাত্রী  মানিক আহমেদ বলেন, ‘ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছি। আজ থেকে অফিস খোলা একাই ফিরছি তবে ছেলে মেয়েদের স্কুল আরো কিছুদিন বন্ধ থাকায় এবং ট্রেনের ভিড়ের জন্য  তারা এই সপ্তাহের শেষ দিকে ফিরবে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই রফিকুল ইসলাম বলেনস্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ট্রেনের ছাদে ভ্রমণ না করার জন্য মাইকিং করা হচ্ছে।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাষ্টার সেলিম আল হারুন বলেন, `ঢাকা -ময়মনসিংহ লাইনে ঢাকাগামী কোনো ট্রেনে  শিডিউল বিপর্যয় নেই নির্ধারিত সময়েই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে ।'

 

আরও