শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দেয়া হলো না ১৪ শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শিক্ষকের ভুলে প্রবেশপত্র না পাওয়ায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৪ শিক্ষার্থী। উপজেলার পাগলা থানার মুখী পল্লীসেবক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শিক্ষকের ভুলে প্রবেশপত্র না পাওয়ায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৪ শিক্ষার্থী। উপজেলার পাগলা থানার মুখী পল্লীসেবক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গতকাল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিতে অন্য শিক্ষার্থীদের সঙ্গে স্কুলটির ২২ পরীক্ষার্থীর ফরম পূরণে ভুল হয়। পরে বুধবার বিদ্যালয়ে গিয়ে তারা জানতে পারে, তাদের প্রবেশপত্র আসেনি। পরীক্ষার্থী ও অভিভাবকের চাপে প্রবেশপত্র আসবে বলে আশ্বস্ত করে স্কুল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ওই ২২ শিক্ষার্থীর মধ্যে আট শিক্ষার্থী প্রবেশপত্র পেয়ে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। বাকি ১৪ শিক্ষার্থী অংশ নিতে পারেনি। এমন পরিস্থিতিতে ওই ১৪ শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবেশপত্র না পাওয়া শিক্ষার্থীরা যথাসময়ে তাদের রেজিস্ট্রেশন ফি ও ফরম পূরণের টাকা পরিশোধ করে, কিন্তু বুধবার বিদ্যালয়ে গিয়ে জানতে পারে তাদের রেজিস্ট্রেশনই হয়নি। 

বিদ্যালয়ের আইসিটি শিক্ষক রেজাউল হক বলেন, ‘আমাদের ভুলের কারণে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি। যেহেতু ভুল করেছি, যেকোনো শাস্তি মেনে নেব।’ 

আরও