নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে মানব পাচারের সময় ভারতীয়সহ আটক ৫

অভিযানকালে ভারতীয় মানব পাচারকারী চক্রের সদস্য বিনয় কৃষ্ণ দেবনাথ এবং বাংলাদেশী সহযোগী অজিত দেবনাথের সহায়তায় ২ জন বাংলাদেশী নাগরিক ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবির টহল দল ১ জন ভারতীয় ও বাংলাদেশী ২ সহযোগীসহ ৫ জনকে আটক করে।

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের সময় ভারতীয় নাগরিকসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি নেত্রকোনার ৩১ ব্যাটালিয়নের বিজয়পুর বিওপির টহলদল দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর মনতলা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ভারতীয় মানব পাচারকারী চক্রের সদস্য বিনয় কৃষ্ণ দেবনাথ এবং বাংলাদেশী সহযোগী অজিত দেবনাথের সহায়তায় ২ জন বাংলাদেশী নাগরিক ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবির টহল দল ১ জন ভারতীয় ও বাংলাদেশী ২ সহযোগীসহ ৫ জনকে আটক করে।

আটককৃত ভারতীয় নাগরিক বিনয় কৃষ্ণ দেবনাথ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার পশ্চিম চেপনী গ্রামের দিগেন্দ্র দেবনাথের ছেলে এবং বাংলাদেশী সহযোগী অজিত দেবনাথ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের দেবেন্দ্র দেবনাথের ছেলে। এ সময় তাদের কাছ থেকে ৩৮ হাজার ২৯০ ভারতীয় রুপি জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশী নাগরিক হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের নরেন্দ্র দেবনাথের ছেলে পরিমল দেবনাথ (৪০) ও পরিমল দেবনাথের মেয়ে প্রিয়াংকা দেবনাথ (১৮)। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশী নগদ পাঁচ হাজার চারশত ঊনসত্তর টাকা উদ্ধার করা হয়।

ভারতীয় মানব পাচারকারী চক্রের সদস্য ও তার সহযোগীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন যাবত বাংলাদেশী মানব পাচারকারী দুর্গাপুরের বাড়ইপাড়া গ্রামের দিগেন্দ্র দেবনাথের ছেলে জীবন দেবনাথের সহযোগিতায় সীমান্তের বিভিন্ন রুট দিয়ে তারা মানব পাচার করে আসছিল।

আটককৃত ব্যক্তিদেরকে ভারতীয় রুপি এবং বাংলাদেশী টাকাসহ দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও