হবিগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তারা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), তার ভাই হাফিজুর রহমান (২৬), নবীগঞ্জের রাইয়াপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার পংশীপুর গ্রামের মালেক মিয়ার পুত্র পিকআপের হেলপার রহিম মিয়া (২২)। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বাড়ির আসবাবপত্র ও মালামালসহ পিকআপটিতে ১৬ থেকে ১৭ জন যাত্রী ছিলেন। রাত ২টার দিকে পিকআপটি মাধবপুর উপজেলার বাখরনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজন নিহত ও পাঁচজন আহত হন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। মরদেহগুলো সদর হাসপাতালে রাখা হয়েছে।