ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

যানজট নেই, স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে কুমিল্লা থেকে ঢাকা যাওয়া এক যাত্রী কাশেদুল হক চৌধুরী জানান, ‘কুমিল্লা থেকে রওনা হয়ে দুই ঘণ্টায় ঢাকায় আসলাম। এবার ঈদের আসা-যাওয়ার পথে স্বস্তিতে চলাফেলা করেছি।’ এশিয়া পরিবহনের কর্মী মুজিব মিয়া বলেন, ‘কুমিল্লা থেকে ঢাকা ছেড়ে যাওয়া গাড়িগুলোতে কোনটির সিট ফাঁকা নেই। যাত্রীর অনেক চাপ আছে। আমরা অতিরিক্ত কোন ভাড়া নিচ্ছি না।’

ঈদের পর আজ শনিবার (৫ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কোথাও যানজট নেই। মানুষ নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারছেন। ভোগান্তি ছাড়াই স্বস্তিতেই গন্তব্যে ফিরছেন তারা। হাইওয়ে পুলিশের তথ্য মতে, দেশের ব্যস্ততম এ মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার এলাকায় যান চলাচল স্বাভাবিক। এ সময়টাতে আর যানজটের আশঙ্কাও করা হচ্ছে না।

নগরীর চকবাজার এলাকার বাসিন্দা শামছ তাবরীজ বলেন, ‘জ্যামের কথা মাথায় রেখে হাতে অতিরিক্ত সময় নিয়ে বাসা থেকে বের হয়েছি। কিন্তু কোথাও জ্যাম না থাকায় দেড় ঘণ্টায় ঢাকায় চলে আসি।’

ঈদের ছুটি শেষে কুমিল্লা থেকে ঢাকা যাওয়া এক যাত্রী কাশেদুল হক চৌধুরী জানান, ‘কুমিল্লা থেকে রওনা হয়ে দুই ঘণ্টায় ঢাকায় আসলাম। এবার ঈদের আসা-যাওয়ার পথে স্বস্তিতে চলাফেলা করেছি।’ এশিয়া পরিবহনের কর্মী মুজিব মিয়া বলেন, ‘কুমিল্লা থেকে ঢাকা ছেড়ে যাওয়া গাড়িগুলোতে কোনটির সিট ফাঁকা নেই। যাত্রীর অনেক চাপ আছে। আমরা অতিরিক্ত কোন ভাড়া নিচ্ছি না।’

কুমিল্লা বিআরটিএ এর সহকারী পরিচালক মো. ফারুক আলম বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিআরটি, হাইওয়ে পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, তিন চাকার গাড়ি চলাচল বন্ধ, ফিটনেস বিহীন গাড়িসহ মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিনই মামলা ও জরিমানা করা হচ্ছে বিভিন্ন পরিবহনকে। ঈদের ছুটি পর্যন্ত এ অভিযান চলবে।’

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. খায়রুল আলম বলেন, ‘ঈদের আগে ও পরে মহাসড়ক নিরাপদ ও যান চলাচল নিবিঘ্ন রাখতে আমি আমার বাহিনী নিয়ে সার্বক্ষণিক মহাসড়কে কাজ করেছি। আমাদের সেনাবাহিনীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করেছে, ফলে অতীতের সকল রেকর্ড ভেঙে মানুষ এবার সবচেয়ে স্বস্তিতে ঈদের আগে ও পরে চলাচল করেছে। ঈদের ছুটি শেষে মানুষ স্বস্তিতে কর্মস্থলে ফিরছে। মহাসড়ক ফাঁকা রয়েছে, কোন যানজট নেই। যান চলাচল স্বাভাবিক। এ সময়টাতে আর যানজটের আশঙ্কাও নেই।’

আরও