গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ রহমান জানান, আহতদের মধ্যে ৬ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের প্রত্যকের শরীরে ও মাথায় গুরুত্বর আঘাত রয়েছে।

গাইবান্ধায় ঈদের দিন পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। পরে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (৩১ মার্চ) বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলার আঞ্চলিক সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন— নওগাঁর নিয়ামতপুর গ্রামের বুলবুল আহমেদের ছেলে নাবিল মাহমুদ (২৬), দিনাজপুর নিউ টাউন এলাকার আব্দুস সামাদের ছেলে আশিক(১৮), শামীম আহমেদের ছেলে ওমর খান (১৮), সোহেল রানার ছেলে আতিকুর (১৭) এবং সুইহারী গ্রামের জুয়েল রানার ছেলে জহির উদ্দীন (৬০)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়।

একই সড়কের পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিন মোটরসাইকেল আরোহী ও এক পথচারী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আহতরা হলেন—ঘোড়াঘাট এলাকার লুৎফর রহমানের ছেলে সবুজ (২৭), ওসমানপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম(২৮) ও নুর ইসলামের ছেলে সাইফুল্যা আরিফ (২৭), পথচারি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া গ্রামের জাহেদুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম (২৬)।

এছাড়া, বিকাল সাড়ে পাঁচটার দিকে গাইবান্ধা নাকাইহাট ভায়া-গোবিন্দগঞ্জ সড়কের বালুয়া এলাকায় অটোরিকশার ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে একজন হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি বালুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)। তাৎক্ষণিক বাকি দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ রহমান জানান, আহতদের মধ্যে ৬ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের প্রত্যকের শরীরে ও মাথায় গুরুত্বর আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকেই দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল ও চারজনকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

আরও