অবহেলায় নষ্ট হচ্ছে মোগল আমলের তেরশ্রী মসজিদ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলার থানার উস্থি ইউনিয়নে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোগল আমলে নির্মিত তেরশ্রী জামে মসজিদ।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলার থানার উস্থি ইউনিয়নে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোগল আমলে নির্মিত তেরশ্রী জামে মসজিদ। তবে রক্ষণাবেক্ষণের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে প্রাচীন এ স্থাপনাটি। এলাকাবাসীর দাবি, মসজিদটি টিকিয়ে রাখতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা সরকারি পৃষ্ঠপোষকতায় সংস্কারের উদ্যোগ নেয়া জরুরি। অসাধারণ নির্মাণশৈলীর তেরশ্রী মসজিদটি সংস্কার ও আধুনিকায়ন হলে দর্শনার্থীদের কাছে হয়ে উঠবে আরো আকর্ষণীয়।

তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) আফরোজা খান মিতা বণিক বার্তাকে বলেন, ‘মসজিদটি আমাদের সংরক্ষিত প্রত্নস্থল নয়। আগামী দিনে পরিদর্শন করে হয়তো এ বিষয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেয়া যেতে পারে।’

এলাকাবাসী জানান, মোগল আমলে এক গুম্বুজবিশিষ্ট তেরশ্রী জামে মসজিদটি নির্মাণ করা হয় বলে তাদের ধারণা। মসজিদের চার কোণে খামের ওপর চারটি, মাঝে দুই পাশের খামের ওপর চারটিসহ আটটি ছোট মিনার রয়েছে। দেয়ালের ব্যাস চার ফুট থেকে ছয় ফুট। মসজিদের দুই পাশে দুটি দরজা ও জানালা রয়েছে। চুনসুরকির গাঁথুনিতে গড়া তেরশ্রী মসজিদ নির্মাণে ব্যবহৃত হয়েছে পাতলা ইট ও মূল্যবান টালি। মসজিদের পশ্চিম দেয়ালের মেহরাবে রয়েছে ছয়টি কুঠুরি। মসজিদের দেয়ালে শোভিত হয়েছে নানা গুল্ম, লতাপাতা ও ফুলের কারুকার্য। মসজিদে থাকা শিলালিপিটি নষ্ট হয়ে গেছে। মসজিদের ভেতরে নামাজ আদায়ের জন্য রয়েছে মাত্র দুটি কাতার। নামাজের জন্য জায়গা না হওয়ায় এলাকাবাসীর উদ্যোগে মসজিদের অবকাঠামো ঠিক রেখে ২০০১ সালে নতুন একটি ভবন করে আয়তন বাড়ানো হয়েছে।

মসজিদটির সাবেক সভাপতি আশরাফুল আলম সর্দার বলেন, ‘মুরব্বিদের মুখে শুনেছি ৬০০ বছর আগে বাদশা জাহাঙ্গীরের আমলে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির জন্য সরকারি বা প্রত্নতত্ত্ব বিভাগের পৃষ্ঠপোষকতার প্রয়োজন।’

মসজিদটির বর্তমান সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান বলেন, ‘সরকারি অর্থায়নে মসজিদটি সংস্কার হলে ৬০০ বছরের ইতিহাস সংরক্ষিত হবে।’

স্থানীয় বাসিন্দা মো. শফিউল আলম সুমন বলেন, ‘এত প্রাচীন মসজিদ ময়মনসিংহে আর নেই। এলাকাবাসী হিসেবে এ মসজিদ নিয়ে গর্ববোধ করি এবং মসজিদটি রক্ষার জন্য উন্নয়ন প্রয়োজন।’

তেরশ্রী জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘তেরশ্রী মসজিদ ৬০০ বছরের পুরনো। এ মসজিদের ইমাম হিসেবে গর্ববোধ করি। অর্থের অভাবে মসজিদে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেয়া যাচ্ছে না। মুয়াজ্জিন ও খাদেমের দায়িত্ব আমি একাই পালন করছি। এখন প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা।’

আরও