মাদারীপুর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিহত ইউপি সদস্য বোরহান মোল্লা (৪০) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর ব্রাহ্মনদী গ্রামের মান্নান মোল্লার ছেলে। তিনি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ইউপি সদস্য।

নিহত ইউপি সদস্য বোরহান মোল্লা (৪০) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর ব্রাহ্মনদী গ্রামের মান্নান মোল্লার ছেলে। তিনি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

মাদারীপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৫ এপ্রিল) দুপুরে ব্যক্তিগত কাজ শেষে ইজিবাইকে করে শহরের পুরান বাজার থেকে বাড়ি ফিরছিলেন বোরহান মোল্লা। শহরের চৌরাস্তা এলাকায় আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে চর ব্রাহ্মনদী এলাকার শিমুল সরদার ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে ইউপি সদস্য বোরহানের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ইউপি সদস্যকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করে। বোরহানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত ইউপি সদস্য বোরহান মোল্লাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য বোরহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মারা যান তিনি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি ইউপি সদস্য বোরহান ঢাকার একটি হাসপাতালে সন্ধ্যার দিকে মারা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

আরও