সেমিনারে উদ্যোক্তারা

এসডিজি বাস্তবায়নে কার্যকর বিনিয়োগের প্রয়োজন

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কার্যকর বিনিয়োগের প্রয়োজন বলে মন্তব্য করেছেন উদ্যোক্তারা। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদেরও তুলে আনতে হবে।

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কার্যকর বিনিয়োগের প্রয়োজন বলে মন্তব্য করেছেন উদ্যোক্তারা। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদেরও তুলে আনতে হবে।

গতকাল আগারগাঁওয়ে বাংলাদেশ-চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় এসডিজি রিপোর্ট (ভিএনআর) ২০২৫: ব্যক্তি খাতের উদ্যোক্তাদের ভাবনা’ শীর্ষক সেমিনারে এ মত দেন তারা। ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ’ সেমিনারটি আয়োজন করেছে।

‘এসডিজি অর্জনে অর্থায়ন’-প্যানেল প্রেজেন্টেশনে নিউএজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, ‘এসডিজি বাস্তবায়নে প্রয়োজন কার্যকর বিনিয়োগ। এটি এমন বিনিয়োগ, যা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য সাশ্রয়ী হবে ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সরকারি-বেসরকারি কাজের সমন্বয়ও করতে হবে। ক্ষুদ্র অর্থায়নও এসডিজির জন্য গুরুত্বপূর্ণ। গ্রামীণ ছোট ছোট উদ্যোক্তাকে তুলে আনতে হবে।’

প্যানেল প্রেজেন্টেশনে অংশ নেন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক ও গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন জামান। মুক্ত আলোচনায় অংশ নিয়ে এ সময় এক নারী উদ্যোক্তা বলেন, ‘টেকসই উন্নয়নে পরিবেশ রক্ষা খুব গুরুত্বপূর্ণ। আমি হস্তশিল্প নিয়ে কাজ করি। বিদেশী ক্রেতারা আমাদের বড় বড় ক্রয়াদেশ দেয় কিন্তু দেশের ব্যাংক বড় ঋণ দেয় না। এটা আমার জন্য কষ্টের। বিদেশী ক্রেতারা আমাকে বিশ্বাস করলেও ব্যাংক করে না। তাহলে ক্ষুদ্র উদ্যোক্তারা কীভাবে টিকে থাকবে।’

সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আগের তুলনায় দেশে টেকসই উন্নয়ন ধারণার প্রসার ঘটেছে। নানাভাবে নানা কাজে এটির ব্যাপক প্রসার ঘটেছে। আমি মনে করি, এটি প্রাইভেট খাতের অর্জন। এ আলোচনায় এসডিজি বাস্তবায়নে উদ্যোক্তাদের ভূমিকা, অর্থায়ন, লজিস্টিক সহায়তা ও সরকারের করণীয় উঠে এসেছে। কিন্তু উদ্যোক্তাদের জবাবদিহিতার বিষয়টি উঠে আসেনি। উদ্যোক্তারা স্বাধীন এবং স্বীয় প্রতিষ্ঠানের কর্তা। কিন্তু তাদেরও একটি জবাবদিহিতা থাকা দরকার। এছাড়া উদ্যোক্তাদের জন্য একটি ফেমওয়ার্ক বা প্লাটফর্ম দরকার, যেখানে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করবে এবং তথ্য আদান-প্রদান করবেন।’

সেমিনারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (এসডিজি) শিহাব কাদের, বাংলাদেশে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক বক্তব্য রাখেন।

আরও