রংপুর চিড়িয়াখানায় দেড় বছর পর আনা হলো বাঘ

দীর্ঘ এক বছর সাত মাস পর রংপুর চিড়িয়াখানায় আনা হয়েছে বাঘ। রোমিও-জুলিয়েট নামে দুটি বাঘ গতকাল বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে ট্রাকে করে লাল কাপড়ে মোড়ানো দুটি খাঁচায় রংপুর চিড়িয়াখানায় আনা হয়।

দীর্ঘ এক বছর সাত মাস পর রংপুর চিড়িয়াখানায় আনা হয়েছে বাঘ। রোমিও-জুলিয়েট নামে দুটি বাঘ গতকাল বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে ট্রাকে করে লাল কাপড়ে মোড়ানো দুটি খাঁচায় রংপুর চিড়িয়াখানায় আনা হয়।

দেড় বছরেরও বেশি সময় পর রংপুর চিড়িয়াখানায় বাঘ আসায় আনন্দ প্রকাশ করেন দর্শনার্থীরা। বাঘযুগল দেখতে দর্শনার্থীরা সকাল থেকে ভিড় জমায়। এরপর দায়িত্বশীলরা ক্রেন দিয়ে খাঁচাবন্দি বাঘ দুটিকে চিড়িয়াখানায় খাঁচার পেছনের দরজায় নিয়ে যান। এরপর চিড়িয়াখানার স্থায়ী খাঁচায় প্রবেশ করানো হয় রোমিও-জুলিয়েটকে।

রংপুর চিড়িয়াখানা সূত্রে জানা যায়, বাঘযুগল চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। তাই রংপুর চিড়িয়াখানায় আনার পর কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়।

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. আম্বার আলী তালুকদার বলেন, ‘গতকাল বাঘ দুটির বয়স দুই বছর পূর্ণ হয়েছে। তাই কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়েছে। আমরা প্রতি বছর তাদের জন্মদিন পালন করব। প্রাথমিকভাবে বাঘ দুটির নাম রাখা হয়েছে রোমিও-জুলিয়েট। রংপুর চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির পশু-পাখি আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

আরও