পীরগঞ্জের মদনখালীতে ড. ইউনূস

সাঈদসহ অন্যদের আত্মত্যাগ স্মরণ রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আবু সাঈদ ও অন্যদের আত্মত্যাগ স্মরণ রেখে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। আবু সাঈদ এখন আর শুধু একটি পরিবারের নন, তিনি বাংলাদেশের সব পরিবারের সন্তান।’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আবু সাঈদ ও অন্যদের আত্মত্যাগ স্মরণ রেখে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। আবু সাঈদ এখন আর শুধু একটি পরিবারের নন, তিনি বাংলাদেশের সব পরিবারের সন্তান।’

পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে গতকাল এ কথা বলেন প্রধান উপদেষ্টা। আবু সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরের জাফরপাড়ায়। 

বেলা ১১টায় হেলিকপ্টারে করে পীরগঞ্জের মেরিন একাডেমিতে আসেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি সড়কপথে আবু সাঈদের বাড়িতে পৌঁছান। সেখানে তিনি কবর জিয়ারতসহ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাকিল আহমেদ ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। 

প্রধান উপদেষ্টা গতকাল রংপুর সার্কিট হাউজে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন। আহতদের দেখতে যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও গিয়েছিলেন তিনি। এসব স্থানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এখনকার তরুণ-তরুণী আবু সাঈদকে স্মরণ রাখবে এবং তার মতো হওয়ার অঙ্গীকার করবে। তারা বলবে, “‍আমরাও আবু সাঈদের মতো ন্যায় বিচারের জন্য লড়াই করব।” আবু সাঈদ এখন দেশের ঘরে ঘরে। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সন্তান।’

অধ্যাপক ইউনূস সবাইকে যেকোনো নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকার এবং কেউ যেন কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতে না পারে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা এ মাটির সন্তান, আমরা সবাই আবু সাঈদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করা সবার দায়িত্ব। আর এটা আমাদের নিশ্চিত করতে হবে; আবু সাঈদের মতো সামনে গিয়ে দাঁড়াতে হবে।’

শান্তিতে নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ বলেন, ‘আমরা সবাই বাংলাদেশী। আমরা বাংলাদেশের সন্তান। বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ। এ বাংলাদেশ আবু সাঈদের বাংলাদেশ, এ বাংলাদেশে কোনো বৈষম্য নেই, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, সবাইকে রক্ষা করুন, সেখানে যেন কোনো নৈরাজ্য না হয়।’

ড. ইউনূস বলেন, ‘নিরপরাধীদের কোনো হয়রানি নয়। তাদের ফুলের টোকাও দেয়া হবে না। আমরা অপরাধীদের বিচার করব। দেশে সহিংসতা বন্ধ হলে ১৭ কোটি মানুষকে আরো বহু ওপরে নিয়ে যাওয়া সম্ভব।’

তিনি বলেন, ‘আবু সাঈদ যে স্বপ্নের জন্য বুক পেতে দিয়েছিলেন, আমাদের কাজ হলো সেই স্বপ্নকে বাস্তবায়ন করা। আবু সাঈদের জন্য আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, সেটি গড়ার দায়িত্ব আমাদের।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। তরুণদের এখন কেউ টেনে রাখতে পারবে না; পথ পরিষ্কার করতে হবে। বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছেন। এখন রংপুর পুরো বাংলাদেশকে মুক্ত করবে।’

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখা যাবে, কতদিনে ভালো হয়। আপনারাই বিচার করেন কতদিন হলে ভালো হবে। এটা তো কেউ এখনো বলেনি।’

আরও