‘শ্বেতপত্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তার পরিষদকে দেশের সমস্যা মোকাবেলায় সহযোগিতা করবে। তবে প্রতিবেদনটি বর্তমান সরকারের চেয়ে নির্বাচিত সরকারকে বেশি সুবিধা দেবে।’ সিম্পোজিয়ামের সমাপনী অধিবেশনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এ কথা বলেন।
তিনি বলেন, ‘এ সরকার অধিকাংশ সমস্যা আগের সরকার থেকে পেয়েছে, যেটি দীর্ঘ সময় ধরে চলে আসছিল। দুর্নীতি, ঋণখেলাপি, অর্থ পাচার, নিম্নমুখী জিডিপি, প্রজেক্ট শেষ না করা—এগুলো আগের সমস্যা। প্রতিষ্ঠানগুলোকে দ্বিকেন্দ্রিক করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যে কোয়ালিটি নিশ্চিত করা ছিল অন্যতম ইস্যু। সরকারের জন্য আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে সামষ্টিক অর্থনীতি, যার মধ্যে রয়েছে বিনিয়োগে ঘাটতি, পর্যাপ্ত রিজার্ভ না থাকা ও মুদ্রাস্ফীতি। এগুলোয় সরকারকে কাজ করতে হবে।’
ব্যাংককে কার্যকর করার বিষয়ে এক প্রশ্নে জবাবে রেহমান সোবহান বলেন, ‘সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে অন্তর্বর্তী সরকারকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু এখানেও আমি দেখতে পাচ্ছি না তারা (সরকার) কতটুকু তা উপলব্ধি করছে। উপলব্ধি করলে মুদ্রাস্ফীতির সমস্যা কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম হবে।”এজন্য প্রথমেই সরকারকে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ ব্যবস্থায় কিছু শৃঙ্খলা আনতে হবে। ব্যাংক ব্যবস্থাকে কার্যকর করার জন্য যে কাঠামোগত সংস্কার প্রয়োজন তা সময়ের সঙ্গে সঙ্গে করতে হবে। তবেই অর্থনৈতিক ব্যবস্থায় সরকার সাফল্য পাবে।’