শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হতে দেয়ার চক্রান্ত চলছে

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে দেয়ার গভীর চক্রান্ত চলছে। ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হতে পারে সে ষড়যন্ত্র চলছে। এ জন্য বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হতে দেয়ার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে দেয়ার গভীর চক্রান্ত চলছে। ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হতে পারে সে ষড়যন্ত্র চলছে। এ জন্য বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জেলা ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।

এ্যানি ছাত্রদলের প্রবীণ ও বর্তমান নেতাদের উদ্দেশে বলেন, সবাইকে সচেতন এবং সর্তক থাকতে হবে। সব জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। স্বৈরাচারী ও অত্যাচারী হাসিনার বিরুদ্ধে আমাদের টার্গেট সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। সেই বলিষ্ঠ ভূমিকা পালনের ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং তার নেতৃত্বে এ বাংলাদেশে একটি স্থায়ী সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেটাই বিএনপির প্রত্যাশা।

তিনি আরো বলেন, অন্তবর্তী সরকারের কাছে বিএনপির প্রত্যাশা হলো— দ্রুত এদেশে একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করা হবে। যেখানে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে।

আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশীদুল হাসান লিংকনসহ প্রমুখ।

আরও