বন্যায় খাদ্য সংকটে কারাবন্দিরা

ফেনী জেলা কারাগারের অবস্থান রানীর হাট এলাকায়; ফেনী-ছাগলনাইয়া সড়কের পাশে। তিনতলা কারাভবনের নিচতলায় চলে বন্দিদের রান্নাবান্নার কাজ। কিন্তু বন্যার কারণে নিচতলা ডুবে যাওয়ায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে সেখানকার বন্দিরা। তীব্র হয়েছে কারাগারের আবাসন সংকটও।

ফেনী জেলা কারাগারের অবস্থান রানীর হাট এলাকায়; ফেনী-ছাগলনাইয়া সড়কের পাশে। তিনতলা কারাভবনের নিচতলায় চলে বন্দিদের রান্নাবান্নার কাজ। কিন্তু বন্যার কারণে নিচতলা ডুবে যাওয়ায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে সেখানকার বন্দিরা। তীব্র হয়েছে কারাগারের আবাসন সংকটও।

বন্যার কারণে ফেনীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর কারাগারেও। কারা কর্তৃপক্ষ বলছে, বন্যার পানি বাড়তে থাকলে বন্দিদের খাদ্য ও আবাসন সংকট আরো ভয়াবহ হতে পারে। আপাতত শুকনা খাবারের মাধ্যমে সংকট মোকাবেলার চেষ্টা চালাচ্ছেন তারা।

ফেনী কারা কর্তৃপক্ষ জানায়, আকস্মিক বন্যায় বৃহস্পতিবার পুরো কারাগার এলাকায় পানি উঠে যায়। এক পর্যায়ে ডুবে যায় কারা ভবনের নিচতলা। তখন নিচতলার বন্দিদের নেয়া হয় দ্বিতীয় ও তৃতীয় তলায়। কিন্তু রান্নার জায়গাটি স্থানান্তর করা যায়নি। এতে তীব্র খাদ্য সংকটে পড়তে হয় বন্দিদের। 

কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে আবাসন হিসেবে একজন বন্দির জন্য ২৪ বর্গফুট জায়গা বরাদ্দ থাকে। বর্তমানে একজনের জায়গায় তিনজন বন্দিকেও থাকতে হচ্ছে। আর খাদ্যতালিকা থেকে বাদ পড়েছে মাছ, মাংস ও শাকসবজির মতো উপকরণ।

কারাসংশ্লিষ্টরা জানান, রানীর হাট এলাকায় ১৯৯৬ সালে স্থাপন হয় ফেনী জেলা কারাগার-১। সাড়ে সাত একর জায়গার ওপর নির্মিত এ কারাগারে বন্দি ধারণক্ষমতা ৩৫০ জন। তুলনামূলক নিচু জমিতে হওয়ায় বন্যার আঘাতের শুরুতেই কারাগার প্রাঙ্গণ তলিয়ে যায়। বন্যার পানির জন্য কারা এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও বন্ধ রয়েছে। 

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাশের জেলা কুমিল্লাও। তবে অপেক্ষাকৃত উঁচু স্থানে হওয়ায় কুমিল্লা জেলা কারাগারে গতকাল পর্যন্ত পানি প্রবেশ করেনি। কিন্তু বন্যার প্রভাবে এ কারাগারে স্বাভাবিক খাদ্য সরবরাহ দুদিন ধরে ব্যাহত হচ্ছে। 

নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা কারাগারেও স্বাভাবিক খাদ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এ দুই জেলা কারাগারে পানি না উঠলেও বন্যার প্রভাবে খাদ্যতালিকা থেকে বাদ পড়েছে সবজি ও মাছ-মাংস।

এদিকে ফেনী জেলা কারাগারের বন্দিদের খাদ্য সংকট মোকাবেলায় গতকাল শুকনা খাবারের পাশাপাশি রান্না করা খাবার পৌঁছে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হেলিকাপ্টারে করে বন্দিদের জন্য এসব খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া হয়। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বন্যার পানিতে ফেনী জেলা কারাগারের রান্নাঘরসহ সবকিছু তলিয়ে গেছে। সেখানে কোনো খাবারের ব্যবস্থা করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিজিবির উদ্যোগে সেখানে খাবার পাঠানো হয়েছে।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান বণিক বার্তাকে বলেন, ‘আকস্মিক বন্যার প্রভাবে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর কারাগারে কিছুটা সমস্যা হচ্ছে। এর মধ্যে ফেনী জেলা কারাগার অপেক্ষাকৃত নিচু হওয়ায় গত বৃহস্পতিবার সেখানে পানি উঠে যায়। শুক্রবারও সেখানে বুকসমান পানি ছিল। এ অবস্থায় সেখানে খাবার পৌঁছে দেয়া হয়েছে। তবে কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর কারাগারে পানি ওঠেনি। কিন্তু আশপাশ এলাকা ও হাটবাজারে পানি থাকায় সেখানে সবজি, মাছ, মাংস সরবরাহে সমস্যা হচ্ছে। তবে সে সমস্যা বিকল্প মেনু দিয়ে সমন্বয় করা হচ্ছে।’

আরও