আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই ও তাদের কার্যক্রম নিষিদ্ধ করা এখন দেশের মানুষের গণদাবি—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ সোমবার (৩১ মার্চ) দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে রায় দিয়েছে। এখন এই রায় কার্যকরের প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। বিচার ও রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সুরাহা হতে পারে।
তিনি আরো বলেন, ঈদের আনন্দের মাঝেও আমরা দুঃখ অনুভব করছি। কারণ গণঅভ্যুত্থানে আমরা অনেক ভাইবোনকে হারিয়েছি। তাদের ছাড়া অনেক পরিবার ঈদ পালন করছে। সেই কষ্ট ভাগ করতেই আমরা জুরাইন কবরস্থানে এসেছি। এখানে ১০-১২ জন শহিদের কবর রয়েছে। আমরা কবর জিয়ারত করেছি ও পরিবারের সঙ্গে কথা বলেছি।
আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গে তিনি বলেন, এ শহিদ পরিবারগুলোর সামনে জাতি হিসেবে আমাদের দাঁড়ানোর সাহস থাকা উচিত। আমরা যদি তাদের ন্যায়বিচার দিতে না পারি, তাহলে সরকার থেকে দেয়া সহযোগিতারও কোনো মূল্য নেই। আমাদের দলীয় এজেন্ডায় বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে আমরা বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
তিনি বলেন, আমরা আপাতত চাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হোক। আওয়ামী লীগ মার্কা আর কোনো নির্বাচন হবে না। এটা শহিদ ও আহত পরিবারের পাশাপাশি জনগণেরও গণদাবি।
আহত ও নিহতদের পরিবারের জন্য সরকারের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হচ্ছে ধীরগতিতে। ঈদের আগে মাসিক ভাতা দেয়ার ঘোষণা দেয়া হলেও বেশিরভাগ পরিবার এখনো তা পায়নি। আমরা চাই, সরকার দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়ন করুক।