লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের চর আবাবিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো সাইয়্যেদ মুফতি তাহের জাবেরীর তিন বছরের মেয়ে আরিয়া আক্তার ও সাইয়্যেদ ফয়সালের চার বছরের ছেলে ফাইয়াজ হোসেন। তারা চাচাতো ভাইবোন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে ঘর থেকে দুই শিশু বের হয়ে বাড়ির পাশেই পুকুরপাড়ে খেলছিল। খেলার সময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় শিশু দুটি। এদিকে তাদের খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুকে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে শিশু দুটিকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।