ইসরায়েলি হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়েছে।

গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে র‌্যালি বের করা হবে। র‌্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

আরও