চাঁদপুরে বন্যায় কৃষি ও মৎস্য খাতে ১১০ কোটি টাকার ক্ষতি

সাম্প্রতিক বন্যায় চাঁদপুরের চার উপজেলায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আর্থিক হিসাবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১১০ কোটি ৩ লাখ টাকা।

সাম্প্রতিক বন্যায় চাঁদপুরের চার উপজেলায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আর্থিক হিসাবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১১০ কোটি ৩ লাখ টাকা। কৃষি ও মৎস্য বিভাগের তথ্য বলছে, ৪৭ হাজার ৬৮৬ জন কৃষকের ফসলের ক্ষতি হয়েছে ৮৬ কোটি ৬৬ লাখ ২ হাজার ২০০ টাকা। আর মাছের ক্ষতি হয়েছে ১৬ কোটি ৬৯ টাকা। জেলার শাহরাস্তি, কচুয়া, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তবে গবাদিপশু ও হাঁস, মুরগির ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি প্রাণিসম্পদ বিভাগ।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলাসহ জেলার ৬২ ইউনিয়নের মাছ নদীতে ভেসে গেছে। ফরিদগঞ্জ ও হাইমচরে ১০০ হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ হাজার ৭২ কৃষকের ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। শাহরাস্তি উপজেলার ৩৪১ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে চলতি মৌসুমে ভারি বৃষ্টিতে সবচেয়ে ক্ষতি হয়েছে চাঁদপুর সেচ প্রকল্পের ১০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে মতলবের মেঘনা-ধনাগোদা বাঁধ। এ দুই বাঁধের বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলছে।

শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, ‘আউশের আবাদ করেছি। ধান কাটার সময় হয়েছে। কিন্তু এখন সবই শেষ।’

হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের পানচাষী শহীদুল্লাহ বলেন, ‘কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে পানের বরজ করেছি। বৃষ্টিতে বরজ শেষ। পানের গোড়া পচে গেছে। পানি গেলেও আর পানগাছ বাঁচবে না। কীভাবে ঋণ পরিশোধ করব জানি না।’

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাফায়েত আহম্মদ সিদ্দিকী বলেন, ‘অতিবৃষ্টির কারণে চাঁদপুরে রোপা আমন আবাদ ব্যাহত হচ্ছে। বীজতলা ক্ষতিগ্রস্ত এবং রোপা আমন রোপণ বিলম্বিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা ব্যাহত হবে।’

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় প্রায় ৪১ হাজার ৭২০টি পুকুর রয়েছে। মৎস্যচাষীর সংখ্যা ৩১ হাজার ১৫ জন। এর মধ্যে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে মৎস্যচাষী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরিদগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে সাত হাজার মাছচাষী ২ হাজার ৬৯৫ হেক্টর জলাশয়ে মাছ চাষ করেন, যা থেকে বছরে প্রায় ১১ হাজার ৬১৮ টন মাছ উৎপাদন হয়। মাছ রক্ষায় চাষীদের পরামর্শ দিচ্ছেন মৎস্য কর্মকর্তা।

আরও